ঢাকা, ১৭ নভেম্বর সোমবার, ২০২৫ || ২ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
৩৯

এবার টি-টেন লিগে নাম লেখালেন তাসকিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪২ ১৬ নভেম্বর ২০২৫  

অধিনায়ক হয়ে আবুধাবি টি-টেন লিগে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। তিনি খেলবেন রয়্যাল চ্যাম্পসের হয়ে। এবার একই লিগে নাম লেখালেন আরেক বাংলাদেশি তারকা তাসকিন আহমেদ। তিনি খেলবেন নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে।

নর্দার্ন ওয়ারিয়র্স অফিশিয়াল ফেসবুক পেজে তাসকিনকে দলে ভেড়ানোর কথাটি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি  লিখেছে, “উত্তাপ পেতে তৈরি থাকুন। ২০২৫ আবুধাবি টি-টেনে নর্দার্ন ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ।”

তাসকিনের ছবি দিয়ে একটি ফটোকার্ডও পোস্ট করেছে নর্দার্ন ওয়ারিয়র্স। তাসকিন এই ফটোকার্ড নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘হ্যালো নর্দার্ন ওয়ারিয়র্স।’

এই দুই তারকা ছাড়া সাইফ হাসানও নাম লিখিয়েছেন আবুধাবি টি-টেন লিগে। তরুণ এই ব্যাটারকে নিয়েছে অ্যাসপিন স্ট্যালিয়নস।

১৮ নভেম্বর কোয়েটা কাভালরি-নর্দার্ন ওয়ারিয়র্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ আবুধাবি টি-টেন লিগ। টুর্নামেন্টে হবে ৩২ ম্যাচ। ৩০ নভেম্বর হবে ফাইনাল।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজিগুলো হচ্ছে ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, অ্যাসপিন স্ট্যালিয়ন্স, ভিস্তা রাইডার্স, আজমান টাইটান্স, কোয়েটা কাভালরি, নর্দার্ন ওয়ারিয়র্স ও রয়্যাল চ্যাম্পস।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর