ঢাকা, ২৬ মে সোমবার, ২০২৫ || ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
২৮

ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান, বললেন বুবলী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২২ ২৫ মে ২০২৫  

বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন শাকিব খান। এর আগে শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে ফর্মাল ও গ্ল্যামার লুকের এক ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে ডার্ক ব্লাক স্যুটের ওপর কালো ঝলমলে কোটে দেখা যায় তাকে। চোখে সানগ্লাস আর বুকে ‘এসকে’ লেখা ব্রোচ।

 

এর ক্যাপশনে শাকিব খান লেখেন,  ‘শান্ত ব্যক্তিদের ঝড়ের চেয়েও বেশি জোরে কথা বলতে দিন। ’ আর পোস্টটি প্রকাশ করার সঙ্গেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। নায়কের ভক্ত-অনুরাগীরাও তা শেয়ার করে শাকিবের লুকের প্রশংসা করছেন। নেটিজেনদের অনেকের মন্তব্য, বলিউডের খানদের সঙ্গে শাকিবকে এখন আলাদা করা যায় না।

 

শাকিব খানের ওই পোস্ট শেয়ার করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি লেখেন, ‘আমাদের সিনেমা জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। যিনি বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে অবদান রেখে চলেছেন। ’ সেই সঙ্গে সম্মাননা পাওয়া নিয়ে অভিনন্দনও জানান বুবলী।

 

উল্লেখ্য, শাকিব খান ঢাকাই চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে ২৫ বছর পূর্তি করেছেন। তুমুল জনপ্রিয় এই নায়ক সম্প্রতি চলচ্চিত্রে ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা অর্জন করেছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর ওই আসরে শাকিব খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর