ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৯১৪

ওয়ালশের বিশ্বকাপ একাদশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৬ ২৪ এপ্রিল ২০১৯  

সর্বকালের সেরা ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপের একাদশ গঠন করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার এবং বর্তমান বাংলাদেশ বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তার একাদশে উইন্ডিজ অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বেশি প্রাধান্য পেয়েছেন।

চারজন করে অজি-ক্যারিবিয়ান, দক্ষিণ আফ্রিকা, ভারত পাকিস্তানের একজন ক্রিকেটার নিয়ে বিশ্বকাপে পছন্দের সেরা দল সাজিয়েছেন ওয়ালশ। তার দলে উদ্বোধনী ব্যাটসম্যানের ভূমিকায় আছেন শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট কিংবদন্তিকে সঙ্গী ওয়েন্ট ইন্ডিয়ান বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে তিন নম্বরে রেখেছেন তিনি।

ওয়ালশের বিশ্বকাপ একাদশের মিডলঅর্ডারের দায়িত্বে আছেন দুইবারের বিশ্বকাপজয়ী স্বদেশী কিংবদন্তি ভিভ রিচার্ডস। আছেন স্বদেশী ব্রায়ান লারাও। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও থাকছেন মিডলঅর্ডারের দায়িত্বে।

উইকেটরক্ষক হিসেবে ওয়ালশের পছন্দ সাবেক অস্ট্রেলীয় বিস্ফোরক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন।

তিন পেসারকে নিয়ে দল সাজিয়েছেন ওয়ালশ। পাকিস্তানের ওয়াসিম আকরাম, স্বদেশী কার্টলি অ্যামব্রোস এবং বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি অজি পেসার গ্লেন ম্যাকগ্রা থাকছেন বিশ্বকাপ একাদশে।

ওয়ালশের বিশ্বকাপ একাদশ

শচীন টেন্ডুলকার, ক্রিস গেইল, রিকি পন্টিং, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, এবি ডি ভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, কার্টলি অ্যামব্রোস ও গ্লেন ম্যাকগ্রা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর