ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৫৩৭

ওয়েলিংটন টেস্টের প্রথম দিন ভাসলো বৃষ্টিতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২০ ৮ মার্চ ২০১৯  

বাংলাদেশ-নিউ জিল্যান্ড মধ্যকার ওয়েলিংটন টেস্টের প্রথম দিনটি ভেসে গেল বৃষ্টিতে।

মুষলধারে বৃষ্টির কারণে হয়নি টসও।

 

শুক্রবার স্থানীয় সময় বিকেল তিনটা মিনিটে প্রথম দিনে আর খেলা না হওয়ার সিদ্ধান্তের কথা জানান আম্পায়াররা।

প্রথম দিনের ঘাটতি পুষিয়ে নিতে দ্বিতীয় দিনে খেলা শুরু হবে আধ ঘণ্টা আগে। তবে নিউ জিল্যান্ডের আবহাওয়া পূর্বাবাস বলছে, বৃষ্টির সম্ভাবনা আছে শনিবারও।

 

শুক্রবার বাংলাদেশ সময় ভোর চারটায় টেস্টটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মুষলধারে বৃষ্টির মধ্যে টস করারও সুযোগ হয়নি।

 

আবহাওয়ার হাল দেখে দুই দলের ক্রিকেটাররা মাঠেই আসেননি। বাংলাদেশ কোচ স্টিভ রোডস ম্যানেজার খালেদ মাসুদকে অবশ্য ছিলেন মাঠে।

 

টস না হওয়ায় একদিক থেকে স্বস্তি পেতে পারে বাংলাদেশ।

একটি দিন বাড়তি পাওয়ায় চোট শঙ্কায় থাকা তামিম ইকবাল মুশফিকুর রহিম সুযোগ পাচ্ছেন আরেকটু ফিট হয়ে ওঠার। মুশফিককে নিয়ে আশা এখনও ততটা উজ্জ্বল না হলেও তামিম খেলবেন নিশ্চিতভাবেই।

 

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ৫২ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে তাই - তে পিছিয়ে টাইগাররা। তাই ওয়েলিংটন টেস্ট টাইগারদের জন্য এক অর্থে সিরিজে ফেরার লড়াই।

 

প্রথম টেস্টে ইনিংসে হারলেও দ্বিতীয় ইনিংসে টাইগারদের ব্যাটিং ছিল আশা জাগানিয়া। শতকের দেখা পান সৌম্য সরকার মাহমুদউল্লাহ রিয়াদ। সেঞ্চুরি হাঁকান তামিম ইকবালও।

 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর