ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৩৬৬

করোনায় আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৬ ২৭ অক্টোবর ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

 

ইনফান্তিনোর হালকা উপসর্গ দেখা গেছে। স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন তিনি। ১০ দিন কোয়ারেন্টিনে থাকবেন ৫০ বছর বয়সী ফুটবল ব্যক্তিত্ব।

 

ইনফান্তিনোর দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছে ফিফা। একইসঙ্গে তার সংস্পর্শে যাওয়া প্রত্যেককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করেছে তারা।

 

ফিফা জানিয়েছে, গেল কয়েক দিনে ইনফান্তিনোর সংস্পর্শে যারা এসেছেন। প্রত্যেককে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করা হয়েছে তাদের। সুইস কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করছি আমরা।

 

দুর্নীতির দায়ে ২০১৫ সালের শেষদিকে তৎকালীন প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে বরখাস্ত করে ফিফা। পরের বছর শুরুর দিকে সংস্থাটির সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। আর গেল বছর জুনে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর