ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৬৩৯

করোনায় আক্রান্ত সারেগামাপার ৪ বিচারক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৩ ২২ অক্টোবর ২০২০  

একসঙ্গে করোনায় আক্রান্ত হলেন ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপার ৪ বিচারক শ্রীকান্ত আচার্য, আকৃতি কক্কর, মিকা সিং ও মনোময় ভট্টাচার্য। প্রথমে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হন গায়ক শ্রীকান্ত আচার্য ও মনোময় ভট্টাচার্য। তাদের আক্রান্ত হওয়ার খবর প্রথম আসে। এরপর উপসর্গ দেখা দিতে থাকে বাকিদের মধ্যে।

 

বুধবার রিপোর্ট পজিটিভ এসেছে আকৃতি কক্কর ও মিকা সিংয়ের। জ্বর হয়েছিল গায়িকা ও বিচারক ইমন চক্রবর্তীর। তবে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। রাঘব চট্টোপাধ্যায়, জয় সরকার ও আবীর চট্টোপাধ্যায়, এদের রিপোর্টও নেগেটিভ আসে। কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

 

করোনা যে দ্রুত ছড়িয়ে পড়ছে তা এই ঘটনা থেকেই আন্দাজ করা যায়। কিছুদিন আগেই শুরু হয়েছে সারেগামাপা। ইতিমধ্যে বরাবারের মতো এবারও এই রিয়েলিটি শো জনপ্রিয় হয়েছে মানুষের মধ্যে। কিন্তু একসঙ্গে চার চারজন বিচারক কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় মাথায় হাত পড়েছে চ্যানেলের নির্মাতাদের। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সারেগামাপা। এখন অনুষ্ঠান নির্মাণ বন্ধ। আর তাই বেশ চিন্তায় পড়েছেন জি বাংলার নির্মাতারা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর