ঢাকা, ০৫ জানুয়ারি সোমবার, ২০২৬ || ২২ পৌষ ১৪৩২
good-food
৬৩২

জয়শঙ্করের সফর নিয়ে বিবৃতি

কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৩ ২১ আগস্ট ২০১৯  

ভারতের সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মধ্যদিয়ে কাশ্মীরে যে পরিবর্তন ঘটেছে, তাকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে বাংলাদেশ। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মনে করে যে, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয়। নীতিগত অবস্থান থেকে বাংলাদেশ সব সময় প্রচার করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উন্নয়ন সব দেশের জন্যই অগ্রাধিকার হওয়া উচিত।

সোমবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ সফরে আসেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বিকেলে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন। এ সময় অক্টোবরে  ভারতে সফরে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি তুলে দেন।