ঢাকা, ২৭ আগস্ট বুধবার, ২০২৫ || ১২ ভাদ্র ১৪৩২
good-food
৫২৩

কোনো অপমানই এখন আর গায়ে লাগে না: চঞ্চল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৯ ৩১ আগস্ট ২০২৩  

দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে অনেক আগেই নিজেকে জাত অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন ছোটপর্দার অভিনেতা চঞ্চল চৌধুরী। নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ কিংবা সিনেমা—সব মাধ্যমেই অভিনয়ে অনবদ্য এ তারকা। এতো গেল তার ক্যারিয়ারের কথা।

 

এদিকে ব্যক্তি ও সামাজিক জীবনে যে আমাদের অনেক সময় নানা ধরনের অপমান অপদস্থের মুখোমুখি হতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই এসব পরিস্থিতি সহ্য করতেও হয়। আর এ থেকে ব্যতিক্রম নন তারকারা। এসব কথাই এবার মনে করিয়ে দিলেন পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

 

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয় মানুষদের। আর তারকাদের কোনো ভুল-ত্রুটি থাকলে তো তা ছোট হলেও বিশা করে উপস্থাপন করা হয়। এবার অপমান অপদস্থ নিয়ে নিজের ব্যক্তিগত মতামত জানালেন চঞ্চল চৌধুরী।

 

মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে নিজের কপালে একটি চিন্তার ভাঁজ পড়া ছবি পোস্ট করেন এ অভিনেতা। সেখানে ক্যাপশনে লেখেন, ‘কোনো অপমানই এখন আর আমার গায়ে লাগে না। সেটা হোক সামাজিক যোগাযোগমাধ্যমে অথবা ব্যক্তিজীবনে। কারণ বয়স যেমন হয়েছে, ধৈর্যও বেড়েছে পাল্লা দিয়ে। এটা আমার দুর্বলতা নয়।’

 

অভিনেতার এ ক্যাপশনে অনেকটাই রহস্যের সৃষ্টি হয়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মনে। হঠাৎ এমন কী হলো তার, যে সোশ্যালে এভাবে লিখতে হলো। অবশ্য মন্তব্যের ঘরে অনেক শুভাকাঙ্ক্ষীই সহমত পোষণ করেছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে। পাশাপাশি ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীরাও প্রতিক্রিয়া জানিয়েছেন পোস্টে।

 

প্রশ্ন থেকে যায়, ক্যাপশনটি বাস্তবজীবন থেকে নিয়েছেন নাকি কোনো সিনেমার সংলাপ, কোনটা হতে পারে। যদিও এ নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে পোস্টের ছবিতে যেভাবে দেখা দিয়েছেন তিনি, সম্প্রতি সেই লুকেই মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ সিনেমায় ধরা দিয়েছেন চঞ্চল।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর