ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
১১৯৭

কোহলির যে রেকর্ড ভেঙ্গে দিলেন হাশিম আমলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৮ ২০ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে  হাশিম আমলার সেঞ্চুরি করার পরও হেরেছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়েছে ৫ উইকেট।

তবে আমলা ভেঙে দিয়েছেন ভারতের বরপুত্র বিরাট কোহলির অনন্য এক রেকর্ড।

কোহলি তার ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি করেছিলেন ১৬৯তম ইনিংস। যা ছিল দ্রুততম ২৭ সেঞ্চুরির রেকর্ড। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ইনিংস খেলে ২৭টি সেঞ্চুরি করার নজির এটিই ছিল।

সেটা ভেঙে শনিবার রাতে মাত্র ১৬৭ ইনিংসে ২৭তম সেঞ্চুরির রেকর্ড করেছেন হাসিম আমলা। আর পেছনে ফেলেছেন ভারতের বরপুত্র।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ২৭টি সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার এই উদ্বোধনী ব্যাটসম্যান। ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করাদের তালিকায় হাশিম আমলার সামনে আছেন শচীন টেন্ডুলকার (৪৯টি), বিরাট কোহলি (৩৯টি), রিকি পন্টিং (৩০টি) ও সনাথ জয়সুরিয়া (২৮টি)।

কম ইনিংসে ২৭টি সেঞ্চুরি করা ৫ ক্রিকেটার হলেন :
নাম দেশ ম্যাচ সেঞ্চুরি 
হাশিম আমলা দ. আফ্রিকা  ১৬৭ টি ২৭ টি
বিরাট কোহলি ভারত ১৬৯ টি ২৭ টি
শচীন টেন্ডুলকার ভারত ২৫৪ টি ২৭ টি
রিকি পন্টিং অস্ট্রেলিয়া ৩০৮টি  ২৭ টি
সনাথ জয়সুরিয়া শ্রীলঙ্কা ৪০৪ টি ২৭ টি

 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর