ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৫৯৬

খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় ঢাকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৮ ৮ জানুয়ারি ২০১৯  

রংপুর রাইডার্সের বিপক্ষে লড়াই করে হেরেছিল খুলনা টাইটান্স। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়াই-ই করতে পারল না মাহমুদউল্লাহ রিয়াদের দল। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের ঢাকার কাছে ১০৫ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। এটি ঢাকার টানা দ্বিতীয় জয়।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে হজরতুল্লাহ জাজাইর ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রানের বড় সংগ্রহ গড়ে ঢাকা। জবাবে ১৩ ওভারে ৮৭ রান করেই গুটিয়ে যায় খুলনা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জাজাই।

ঢাকার বড় রানের জবাবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। ওপেনার জুনাইদ সিদ্দীকি ছাড়া কেউই উল্লেখ করার মতো রান করতে পারেননি। এই ওপেনার ১৬ বলে ৩১ রান করে আউট হয়ে যান।

খুলনার হয়ে আরিফুল হক ১৯ রানে অপরাজিত ছিলেন। জুনাইদ ও আরিফুল ছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছেন শুধু নাজমুল হাসান শান্ত। তিনি করেছেন ১৩ রান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর