ঢাকা, ২৬ অক্টোবর রোববার, ২০২৫ || ১০ কার্তিক ১৪৩২
good-food
১৮৩২

গান বাংলা চ্যানেলের তাপস-মুন্নী করোনায় আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫২ ১৭ জুন ২০২০  

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের  একমাত্র সঙ্গীত ভিত্তিক চ্যানেল গান বাংলার  নির্বাহী ও সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপস। একই চ্যানেলের  চেয়ারপার্সন ও তাপসের স্ত্রী ফারজানা  মুন্নীও করোনা ভাইরাস পজেটিভ বলে  জানিয়েছেন। 

উভয় এখন মানসিকভাবে সুস্থ আছেন। বাসাতেই  অবস্থান করছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন বলে জানিয়েছেন তাপস। 

তাপস বলেন, ‘আমি যখন কোনও নেগেটিভ বিষয়ের মুখোমুখি হই, তখনই একটা মানুষের মুখোমুখি হই। কারণ আমি জানি, তার কাছে গেলে সব নেগেটিভিটি পজেটিভ হয়ে ধরা দেবে। তিনি হলেন আমার স্ত্রী ফারজানা মুন্নী। কারণ তার ভেতরে সবসময় একটা ইতিবাচক শক্তি কাজ করে। অথচ আজ আমরা দুজনেই পজেটিভ ফলাফল হাতে পেলাম! যে পজেটিভ আমাদের দাঁড় করিয়ে দিলো নতুন এক অন্ধকারের মুখোমুখি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যটাস দিয়ে তাপন আরও লেখেন, ‘আমরা দুজনেই জীবনের শুরু থেকে ইতিবাচক ছিলাম। আমরা জীবনের সব অসুবিধাকে ইতিবাচক দৃষ্টিতে সমাধান করেছি। অন্যদের জন্যেও সবসময় ইতিবাচক ছিলাম। আমাদের যথাসাধ্য চেষ্টা ছিলো মানুষের দিকে পজেটিভ দৃষ্টিতে তাকাবার। আর এখন আমরা আনুষ্ঠানিকভাবে করোনা পজিটিভ!’

তিনি লেখেন, ‘আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তাঁর পরিকল্পনাই সেরা পরিকল্পনা! তিনিই আমাদের রক্ষা করবেন।’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর