ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
১৯

জিৎকে শুটিংয়ের অনুমতি দেয়নি প্রশাসন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৫ ৫ অক্টোবর ২০২৫  

৫ অক্টোবর  থেকে শুটিং করার কথা ছিল টালিউড অভিনেতা জিৎ এর নতুন সিনেমার। পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে দেখা যাবে তাকে। কিন্তু এরমধ্যে সিনেমাটির শুটিং পেছালো।

 

গুঞ্জন ওঠে সিনেমার অতিরিক্ত বাজেটের কারণে সিনেমার শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে সিনেমার পরিচালক জানালেন ভিন্ন কথা। রাজ্য প্রশাসন শুটিংয়ের অনুমতি দেয়নি। এই কারণেই শুটিং পিছিয়েছে বলে জানান তিনি।

 

পথিকৃৎ বসুর ভাষ্য, “বাংলা ছবি কত বাজেটে তৈরি হয়, জানি। আমার বাজেটের কারণে আজ পর্যন্ত কোনও ছবি পিছোয়নি। রবিবার দুর্গাপুজোর কার্নিভাল। রেড রোড, জিপিও-র সামনে তাই রাজ্য প্রশাসন শুটিংয়ের অনুমতি দেয়নি। এই কারণেই শুটিং পিছিয়েছে। সব ঠিক থাকলে শুটিং ২৫ অক্টোবর থেকে শুরু হবে । ’’

 

এদিকে এই ছবিতে জিতের সঙ্গে প্রথম অভিনয় করবেন টোটা রায়চৌধুরী। টোটার চরিত্রটিতে আগে নাকি অভিনয় করার কথা ছিল আবীর চট্টোপাধ্যায়ের!

 

টলিপাড়ার অন্দরের খবর, পরাধীন ভারতের দাপুটে স্বাধীনতা সংগ্রামী ‘অনন্ত সিংহ’-এর জীবনীছবিতে এক দোর্দণ্ডপ্রতাপ পুলিশ আধিকারিকের চরিত্রে ভাবা হয়েছিল তাকে। এ ছাড়া জিতের ছবির গানে প্রথম সুর দেবেন শান্তনু মৈত্র। তিনিও অধীর আগ্রহে অপেক্ষায়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর