ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৭৯৪

জয়ে  ফিরল মাশরাফির রংপুর রাইডার্স

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৮ ৬ জানুয়ারি ২০১৯  

উদ্বোধনী ম্যাচে হারলেও একদিন পরই ঠিক জয়ে  ফিরল মাশরাফির রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করে
খুলনা টাইটান্সকে    ১৭০ রানের টার্গেট দেন মাশরাফি। খুলনা টাইটান্সকে র ৮ রানে হারিয়ে এবারের বিপিএলে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মাশরাফির রংপুর রাইডার্স। আগের ম্যাচে তারা হেরেছিল চিটাগং ভাইকিংসের কাছে।

৬৭ বলের উদ্বোধনী জুটিতে স্টারলিং আর জুনায়েদ মিলে তুলে ফেলেছিলেন ৯০ রান। ৩০ বলে ৩ চার আর ১ ছক্কায় ৩৩ রান করা জুনায়েদকে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন বেনি হাওয়েল। তারপরই ছন্দটা হারিয়ে ফেলে খুলনা।

শেষ দুই ওভারে খুলনার দরকার ছিল ৩০ রান। হাতে ছিল ৬ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন ম্যাচ জেতা সম্ভব। কিন্তু দলের চাহিদা মেটাতে পারলেন না আরিফুল হক, ক্রেইগ ব্রেথওয়েটরা। ১৯তম ওভারের প্রথম বলেই আরিফুল (১৩ বলে ১২) শফিউলের দ্বিতীয় শিকার হন।

ফরহাদ রেজার করা শেষ ওভারে ব্যাটিংয়ে থাকা জহুরুল হক ৮ বলে করেন অপরাজিত ১২ রান। আর টানা চার ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ক্রেইগ ব্রেথওয়েট অপরাজিত থাকেন ৪ বলে ৬ রানে। ৫ উইকেটে ১৬১ রানে থামে খুলনার ইনিংস।

এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল রংপুর রাইডার্স। এই ম্যাচেও ক্রিস গেইল একাদশে ছিলেন না। তবে রাইলি রুশো আর রবি বোপারার দুর্দান্ত ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

খুলনা টাইটান্সের বোলারদের মধ্যে কেউই তেমন ভালো করতে পারেননি। ৪ ওভারে ৩০ রান খরচায় ১টি উইকেট নেন জহির খান। আলি খান ৩৫ আর ক্রেইগ ব্রেথওয়েট ৩৯ রানের বিনিময়ে নেন একটি করে উইকেট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর