ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৭৬৭

ঢাকা পর্ব শেষে এক নজরে বিপিএল-২০১৯

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৫ ১৪ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গতকাল শেষ হয়েছে বিপিএল ঢাকা পর্বের খেলাগুলো। এরপর বিপিএল যাচ্ছে সিলেটে। আগামিকাল ১৫ তারিখ থেকে ২০ জানুয়ারী খেলা হবে সেখানে। এরপর আবারো ২১ জানুয়ারি বিপিএল টুর্নামেন্ট ফিরবে ঢাকায়। এরপর চট্টগ্রাম এরপর আবার ঢাকা এভাবেই বিপিএলের শেষের ম্যাচগুলো। ১৪ টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কারা কিভাবে আছে এক নজরে। 

দল হিসেবে পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট
ঢাকা ডায়নামাইটস
চিটাগং ভাইকিংস
রংপুর রাইডার্স
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
রাজশাহী কিংস
সিলেট সিক্সার্স
খুলনা টাইটান্স


 

সর্বোচ্চ রান
নাম দল ম্যাচ রান সর্বোচ্চ রান ফিফটি চার ছয়
রিলে রুশো রংপুর রাইডার্স ২৩০ ৮৩ ২০
নিকোলাস পুরান সিলেট সিক্সার্স ১৬৫ ৭২ ১৪
হজরতউল্লাহ জাজাই ঢাকা ডায়নামাইটস ১৪০ ৭৮ ১২
মুশফিকুর রহিম চিটাগং ভাইকিংস ১৩৯ ৭৫ ১০
জুনায়েদ সিদ্দিকী খুলনা টাইটান্স ১০৭ ৭৯ ১০


সর্বোচ্চ দলীয় সংগ্রহ
ঢাকা ডায়নামাইটস ১৯২/৬ (২০ ওভার), রান রেট ৯.৬০, প্রতিপক্ষ খুলনা টাইটান্স

 

সর্বোচ্চ উইকেট
নাম দল ম্যাচ ওভার রান উইকেট
মাশরাফি বিন মর্তুজা রংপুর রাইডার্স ২০ ১১৪ ১০
রবি ফ্রাইলিঙ্ক চিটাগং ভাইকিংস ১৬ ১২১
শফিউল ইসলাম রংপুর রাইডার্স ১৬.১ ১২৫
মোহাম্মদ সাইফুদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১১ ৮৬
তাসকিন আহমেদ সিলেট সিক্সার্স ১২ ৯৭

 

সর্বোচ্চ ক্যাচ
লউরি ইভান্স-রাজশাহী কিংস ৫টি,

আন্দ্রে রাসেল-ঢাকা ডায়নামাইটস ৫টি,

আফিফ হোসেন-সিলেট সিক্সার্স ৪টি,

কাইরন পোলার্ড-ঢাকা ডায়নামাইটস ৪টি,

সৌম্য সরকার-রাজশাহী কিংস ৪টি

সর্বোচ্চ রানের জুটি
১২১- রংপুর রাইডার্সের রিলে রুশো এবং মোহাম্মদ মিঠুন
১১৬- ঢাকা ডায়নামাইটসের হজরতউল্লাহ জাজাই এবং সুনীল নারাইন
১০৪*- রংপুর রাইডার্সের রিলে রুশো এবং রবি বোপারা

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর