ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৬২৯

তামিমের সেঞ্চুরি: তারপরেও হতাশা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৯ ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

হ্যামিল্টন টেস্টের শুরুটা বেশ আশাবাদী ছিল বাংলাদেশের জন্য। টেস্টে তামিম ইকবাল দীর্ঘ ৩ বছর পর সেঞ্চুরি পেয়েছেন।  আগ্রাসী ব্যাটিংয়ে  নিউজিল্যান্ডের বোলারদের ভুগিয়ে করেছেন দুর্দান্ত সেঞ্চুরি। কিন্তু অপর প্রান্তে  ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম দিনটা হতাশা নিয়েই শেষ করল বাংলাদেশ।

বৃহস্পতিবার টস হরে প্রথমে ব্যাট করে ৫৯.২ ওভারে ২৩৪ রান করতেই অল আউট হয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে কোন উইকেট না হারিয়ে ৮৬ রান করে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। অপরাজিত আছেন জিত রাভাল (৫১*) ও টম ল্যাথাম (৩৫*)।

নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনায় এটা মোটামুটি ভালো শুরুই বলা যায়। কিন্তু ব্যক্তিগত ২৪ রানে সাদমান আউট হয়ে গেলে মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে।

নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিদের আগ্রাসনের সামনে শুরু হয় বাংলাদেশি ব্যাটসম্যানদের আসা যাওয়ার প্রদর্শনী। এই প্রদর্শনীতে সামিল হয়ে একে একে সাজঘরে ফিরে গেছেন মুমিনুল হক (১২), মোহাম্মদ মিঠুন (৮) ও সৌম্য সরকার (১)।

 ১২৮ বলে ১২৬ বলের এক উজ্জ্বল ইনিংস খেলেছেন এই ড্যাশিং ওপেনার। তার ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে ছিল ১টি ছক্কা ও ২১টি চারের মার।

এরপর  বেশিদূর এগুতে পারেনি বাংলাদেশ। ৫৪ রানের মধ্যে বাকি ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। তামিমের পর দলের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে লিটন দাসের ব্যাট থেকে। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২৯ রান করেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর