ঢাকা, ২০ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ৫ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
২২

তাসকিনের ওয়ারিয়র্সের কাছে হারল সাইফের স্ট্যালিয়ন্স

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৭ ১৯ নভেম্বর ২০২৫  

আবুধাবি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের পরস্পরের বিপক্ষে মাঠে নামেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাইফ হাসান। ম্যাচে শেষ হাসি হেসেছে তাসকিন আহমেদই। সাইফ হাসানের অ্যাসপিন স্ট্যালিয়ন্সকে ৪ রানে হারিয়েছে নর্দান ওয়ারিয়র্স।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে নর্দান ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটে ১১৪ রান তুলে তাসকিনের দল। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন জনসন চার্লস। ৩৮ রান করেন কলিন মুনরো। আর ৮ রান আসে ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের ব্যাট থেকে।

এক ওভার বল করেছেন সাইফ হাসান। কিন্তু সুবিধা করতে পারেননি। কোনো উইকেটের দেখা না পাওয়া সাইফ খরচ করেছেন ১৭ রান।

ব্যাটিংয়ে নেমে সময়ের পরিক্রমায় একের পর এক উইকেট হারালেও জয়ের দ্বারপ্রান্তেই ছিল সাইফ হাসান দল। জয় নিয়েই মাঠ ছাড়ার সুযোগ ছিল এই বাংলাদেশি ব্যাটারের। কিন্তু শেষ ওভারে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ব্যাট হাতে করেন ১১ বলে ১৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন আভিস্কা ফার্নান্দো। এছাড়া ২৯ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।

নর্দান ওয়ারিয়র্সের অন্যতম সফল বোলার তাসকিন আহমেদ। ২ ওভার বল করে ২১ রানের খরচায় দুটি উইকেট নেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর