ঢাকা, ২৯ সেপ্টেম্বর সোমবার, ২০২৫ || ১৩ আশ্বিন ১৪৩২
good-food

থালাপতির জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯, নিরাপত্তা জোরদার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৫ ২৮ সেপ্টেম্বর ২০২৫  

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ৩৯ জন নিহত হওয়ার ঘটনার পর তার চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ক্ষুব্ধ সাধারণ মানুষ যে কোনো সময় বিজয়ের বাসভবনের দিকে যেতে পারেন—এমন আশঙ্কা থেকেই অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

 

থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভেকে আগামী বছর প্রথমবারের মতো তামিলনাড়ুর অ্যাসেম্বলি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এর অংশ হিসেবে তিনি বিভিন্ন স্থানে জনসভা করছেন।

 

শনিবার তামিলনাড়ুর কউরে তার এক সমাবেশে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

জানা যায়, সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর বিজয় ঘটনাস্থলে আসেন। সারাদিন অপেক্ষায় থাকা অনেক সমর্থক না খেয়ে ছিলেন। তীব্র গরম ও পানির অভাবে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে হুড়োহুড়ি শুরু হয়। এরপরই পদদলনের ঘটনা ঘটে।

 

সমাবেশস্থল আগেই ছিল লোকে লোকারণ্য। বিজয় যে বাসে করে আসেন, সেটির চারপাশে বিপুল জনতা ভিড় করলে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়।

 

পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষকে বিজয়ের বাসের কাছে যেতে নিষেধ করা হয়েছিল। কিন্তু অনেকেই নির্দেশ অমান্য করে কাছে যাওয়ার চেষ্টা করেন। এতে সামনের সারিতে থাকা অনেকে চাপা পড়ে প্রাণ হারান।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর