ঢাকা, ১৩ অক্টোবর সোমবার, ২০২৫ || ২৮ আশ্বিন ১৪৩২
good-food

নতুন ইতিহাস গড়লেন আলিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৮ ১৩ অক্টোবর ২০২৫  

ফিল্মি ক্যারিয়ারে এক নতুন ইতিহাস গড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। শনিবার গুজরাটের আহমেদাবাদের অনুষ্ঠিত হয়েছে ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ‘জিগরা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।

 

এরমধ্যে দিয়ে অভিনয় জীবনের ষষ্ঠ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হাতে তুলে নিলেন এ গ্ল্যামারকন্যা।

 

একইসঙ্গে আগের দুই প্রজন্মের অভিনেত্রী নূতন ও কাজলের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন তিনি। বলিউডের এই দুই কিংবদবন্তি অভিনেত্রী এই পুরস্কার জিতেছিলেন মোট পাঁচবার।

 

এই পুরস্কারপ্রাপ্তিতে এগিয়ে ছিলেন মীনা কুমারী, ১৯৬৬ সালে ‘কাজল’ ছবির জন্য চতুর্থ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। তার সেই রেকর্ড ভাঙেন ১৯৭৯ সালের ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর জন্য পঞ্চম জাতীয় পুরস্কার পেয়ে অভিনেত্রী নূতন।

আলিয়া ভাট

পরবর্তীতে একই বিভাগে সমসংখ্যক পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রজন্মের অভিনেত্রী কাজল। পঞ্চম অ্যাওয়ার্ডটি তিনি জিতেছিলেন ২০১১ সালে ‘মাই নেম ইজ খান’ ছবির জন্য। এবার সেই সমস্ত রেকর্ড ভাঙলেন আলিয়া।

 

এবারের ফিল্মফেয়ারে সর্বোচ্চ পুরস্কার জিতেছে কিরণ রাওয়ের ছবি ‘লাপতা লেডিজ’। এই ছবি জিতে নিয়েছে বিভিন্ন বিভাগে মোট ১৩টি পুরস্কার।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর