ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৬৭৭

নববর্ষে সাকিবের শুভেচ্ছা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১২ ১৪ এপ্রিল ২০১৯  

বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান। সেখানেও তাকে ছুঁয়ে গেছে বাংলা নববর্ষ ১৪২৬। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বিপিএলের ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়েন সাকিব। সেটি গুরুতর হওয়ায় বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফর করতে পারেননি। তবে ইনজুরি থেকে সেরেই আইপিএল খেলতে ভারতে চলে যান তিনি।

এবারের আইপিএলে হায়দাবাদের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে সাকিব। কিন্তু ভালো পারফর্ম করতে না পারায় এখন পর্যন্ত আর কোনো ম্যাচে সুযোগ পাননি তিনি।

সবকিছু পেছনে ফেলে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, নতুন স্বপ্ন, সম্ভাবনা এবং আশার উদ্দীপনা নিয়ে আসুক বাংলা নতুন বছরের আগমনী গান। সবাইকে জানাই আনন্দ উৎসবে ভরা বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর