ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১০ ভাদ্র ১৪৩২
good-food
৩০৭

প্রকাশ্যে দেশের প্রথম পোয়েটিক সিনেমার অফিসিয়াল ট্রেলার

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:৫৫ ২৭ সেপ্টেম্বর ২০২৪  

প্রকাশ পেলো বাংলাদেশের প্রথম পোয়েটিক সিনেমা ‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্রের ট্রেলার। এপি প্রোডাকশন বাংলাদেশের ব্যানারে, পাভেল আল মামুনের চিত্রনাট্যে, সিনেমাটি পরিচলনা করেছেন আমির পারভেজ। সিনেমাটিতে নান্দনিক সাহিত্য নির্ভরতা আর কাব্যিক চিত্রায়নে উঠে এসেছে এক নতুন ধরনের চলচ্চিত্র ভাষা।

 

পরিচালক আমির পারভেজ বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে নিরীক্ষা এবং প্রয়োগের ফসল আমাদের এই চলচ্চিত্রটি। এটি নিঃসন্দেহে একটি নতুন ধরনের চলচ্চিত্রের উপস্থাপন।

 

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অরুনা বিশ্বাস, পাভেল আল মামুন, আমির পারভেজ, সুলতানা মারিয়াম টুকটুক, জাকিয়া ইমি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর