ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
৪৯

প্রিয়াঙ্কাকে হুবহু নকল, তুমুল কটাক্ষের শিকার উর্বশী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪৫ ৪ অক্টোবর ২০২৫  

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা আবারও খবরের শিরোনাম হলেন। এবার তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে হুবহু অনুকরণের অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার উর্বশী তার ইনস্টাগ্রাম স্টোরিতে যে পোস্ট দিয়েছেন, সেটা প্রিয়াঙ্কা তার সামাজিক মাধ্যমে আগেই পোস্ট করেছেন। উর্বশীর এই কাজ নিয়ে ইন্টারনেটে হাসির খোরাক জুগিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

বিখ্যাত প্রাইমাটোলজিস্ট (শিম্পাঞ্জি-গরিলা-ওরাংওটাং গবেষক) জেন গুডঅলের উক্তি, বিজয়া দশমী ও মহাত্মা গান্ধীর জয়ন্তীসহ বিভিন্ন উপলক্ষে প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে যা যা শেয়ার করেছেন উর্বশী রাউতেলা তা হুবহু নকল করে নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

 

উর্বশীর এসব পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী। তাতে দেখানো হয়েছে প্রিয়াঙ্কা ও উর্বশীর একই ধরনের স্টোরি শেয়ার করেছেন।

 

মন্তব্যের ঘরে একজন মশকরা করে লিখেছেন, “উর্বশী রাউতেলা প্রিয়াঙ্কা চোপড়ার ঠিক একই স্টোরি পোস্ট করছেন। যেন সে তাকে ভালোবাসে।”

 

আরেকজন ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন, “সবচেয়ে কম বয়সি, সবচেয়ে সুন্দরী ‘আইআইটিআইএন বিউটি পেজেন্ট’ বিজয়ী যিনি প্রিয়াঙ্কার মতোই স্টোরি পোস্ট করেন। আমি বুঝতে পারি না, তিনি কি বাস্তবেও এমন করেন?”

 

“আমি বিস্মিত হই। উর্বশী কি বোকা নাকি ইন্ডাস্ট্রিতে আলোচনায় থাকতে বোকা সাজার অভিনয় করছেন?” এই মন্তব্য করেছেন একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী।

 

নিজের বিদ্যালয়ের দিনগুলোর স্মৃতিচারণ করে আরেকজন লিখেছেন, “আমি আমার পছন্দের মানুষের মনোযোগ পেতে বিদ্যালয়ে এ কাজ করতাম।”

 

অনেকে আবার উর্বশীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ডাকু মহারাজ’ নিয়ে দ্বার্থক মন্তব্য করেছেন। কারণ ওই ছবিতে ভারতীয় অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে ‘দাবিড়ি দিবিড়ি’ গানে নেচে সমালোচিত হন এই অভিনেত্রী।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর