ঢাকা, ০২ নভেম্বর রোববার, ২০২৫ || ১৮ কার্তিক ১৪৩২
good-food
২৯৯

ফারুকী এখন বিপদমুক্ত : তিশা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৩ ২৪ জানুয়ারি ২০২৪  

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর বর্তমানে সুস্থ রয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন  অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

 

হাসপাতালে ফারুকীর হাতে হাত রেখে একটি ছবি প্রকাশ করে তিশা লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যাই, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আল‌‌‌হাদুলিল্লাহ।

 

খুব শিগগিরই এই নির্মাতা কাজে ফিরবেন জানিয়ে অভিনেত্রী লেখেন, কিছুদিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং মেসেজ করেছেন। তাদের ফোন, মেসেজের জবাব দিতে পারিনি। সেজন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এত দোয়া আর ভালোবাসার জন্য।
 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর