ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
১২৭৬

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ: ৫ দলের খেলোয়াড় তালিকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৭ ১২ নভেম্বর ২০২০  

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ১৬ জন করে খেলোয়াড় দলে নিয়েছে পাঁচটি দল। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ড্রাফট থেকে লটারির মাধ্যমে এসব খেলোয়াড় নেয় তারা।

 

সীমিত আকারের উপস্থিতিতে ‘রূদ্ধদ্বার’ অবস্থায় ইভেন্টে অংশ নেয় প্রতিযোগিতার পাঁচ দল। সেগুলো হলো বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

 

প্লেয়ার ড্রাফটের গ্রেড ‘এ’ থেকে অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিয়েছে জেমকন খুলনা। এ, বি, সি ও ডি-চার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় খেলোয়াড় নিলাম। 
প্রতিটি দল ‘এ’ ক্যাটাগরি থেকে সর্বোচ্চ একজন খেলোয়াড়, বি ক্যাটাগরি থেকে চারজন, সি ক্যাটাগরি থেকে পাঁচজন এবং ডি ক্যাটাগরি থেকে পাঁচজন খেলোয়াড় বেছে নিয়েছে।

 

খেলোয়াড় তালিকা :

 

মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফউদ্দিন, মাহাদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী অনিক, রকিবুল হাসান (সিনিয়র), মুকিদুল ইসলাম মুগ্ধ ও সুনাজমুল ইসলাম।

 

জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন (সিনিয়র), আনামুল হক বিজয়, শামীম পাটোয়ারী, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহিরুল ইসলাম।

 

বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাইম শেখ, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী, ইয়াছির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।

 

ফরচুন বরিশাল : তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দি শুভ।

 

গাজী গ্রুপ চট্রগ্রাম : মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রকিবুল হাসান (জুনিয়র), সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর