ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৩৫৮

বছরের প্রথম দিনে সুখবর দিলেন সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫০ ১ জানুয়ারি ২০২১  

তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে সাকিব নিজেই খবরটি জানিয়েছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেছে এ পোস্ট। মাত্র ৪০ মিনিটের মধ্যে দেড় লাখেরও বেশি রিয়্যাক্ট পড়েছে ছবিটিতে, কমেন্ট করেছেন ১৫ হাজারের বেশি মানুষ। এছাড়া নিজের বন্ধুদের সঙ্গে ছবিটি শেয়ার করেছেন প্রায় ৩ হাজার মানুষ। সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দুই কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ই নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি।
গত বছরের ২৪শে এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর