ঢাকা, ০১ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৬ শ্রাবণ ১৪৩২
good-food
২৯

বলিউডের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা ‘সাইয়ারা’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৭ ২৮ জুলাই ২০২৫  

২০২৫ সালে বলিউড ইন্ডাস্ট্রি বহু সিনেমা মুক্তি পেয়েছে। তবে, সবগুলোকে ছাপিয়ে বছরের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা হয়ে গেছে ‘সাইয়ারা’। নতুন দুই মুখ, গান ও রোমান্টিকতায় অন্যান্য সিনেমাদের হারিয়ে দিচ্ছে মোহিত সুরির সিনেমাটি।

 

৯ দিন আগে মুক্তি পায় সাইয়ারা সিনেমা।  তবে, মুক্তির আগ থেকেই সিনেমাটি নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে হাইপ উঠে। যার প্রভাব পড়ে হলগুলোতে। মুক্তির পরই সিনেমাটি দেখতে হলে ভিড় করে সিনেমাপ্রেমীরা।  ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গন সবখানেই সিনেমাটি কুড়ায় প্রশংসা।

 

সাইয়ারায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আহাম পান্ডে। তার বিপরীতে রয়েছে অনিত পাদা।

 

ভারতীয় গণামধ্যমগুলোর তথ্যমতে, ৯ দিন শেষে ভারতের বক্স অফিস থেকে ২১৭ দশমিক ২৫ কোটি রুপি আয় করেছে সাইয়ারা।  প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহে বেশ ভালো আয় করেছে সিনেমাটি। গত শনিবার সিনেমাটি আয় করে সাড়ে ২৬ কোটি রুপি, যা শুক্রবারের তুলনায় ৫০ শতাংশ বেশি। গত শুক্রবার সিনোমটি ১৮ কোটি রুপি আয় করেছিল।

 

ঘরোয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সাড়া ফেলেছে সাইয়ারা।  ৯ দিনে আন্তর্জাতিকভাবে ৩০ কোটি রুপি আয় করে সিনেমাটি। এর মধ্যে শুধুমাত্র গত শুক্রবার ১০ লাখ রুপি আয় করেছিল।

 

চলতি বছরে বলিউডের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ছাওয়া।  ইতিহাস থেকে বানানো সিনেমাটি আয় করে ৬০১ কোটি রুপি। ব্যবসা সফল সিনেমায় এরপরেই ছিল হাউসফুল-৫।  একাধিক জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীকে নিয়ে করা সিনেমাটিকে পেছনে ফেলে দিয়েছে সাইয়ারা। মুক্তির প্রথম আট দিনের আয়েই হাউসফুল-৫ কে পেছনে ফেলে সিনেমাটি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর