ঢাকা, ১৯ নভেম্বর বুধবার, ২০২৫ || ৪ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

বাংলাদেশের মেয়েদের ভারত সফর স্থগিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২১ ১৮ নভেম্বর ২০২৫  

ডিসেম্বরে ভারতের বিপক্ষে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের মেয়েদের। তবে সেই সিরিজ ‘স্থগিত হয়েছে। ভারত সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশের।  

মঙ্গলবার ক্রিকইনফোকে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক মুখপাত্র। তিনি জানান, বোর্ড বিসিসিআই থেকে একটি চিঠি পেয়েছে। সেই চিঠিতে জানানো হয়েছে, সাদা বলের সিরিজটির সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

কী কারণে এই সিরিজ হঠাৎ স্থগিত করা হয়েছে, সেটির নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সিরিজটি আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামের অংশ ছিল। সেই সঙ্গে ছিল নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শুরুর আগে ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজ। 

এই মাসের শুরুতে মুম্বাইয়ে সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। সেই ম্যাচের পর এটিই ছিল ভারতীযদের একমাত্র সিরিজ। 

বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাগুলো হওয়ার কথা কলকাতা ও কটকে। এই সিরিজ দিয়ে নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের অংশ শুরুর কথা দুই দলের। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর