ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৩৩৬

বার্সার ভারপ্রাপ্ত সভাপতি তুসকেতস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৭ ২৯ অক্টোবর ২০২০  

সদ্য পদত্যাগ করেছেন হোসে মারিয়া বার্তামেউ। চটজলদি অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে কার্লেস তুসকেতসকে দায়িত্ব দিয়েছে বার্সেলোনা। গেল বুধবার (২৮ অক্টোবর) বিবৃতিতে এই ঘোষণা দেয় তারা।

 

এতদিন বার্সার ইকোনোমিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তুসকেতস। পেশায় তিনি একজন ব্যাংকার ও ব্যবসায়ী। 

 

তুসকেতসসহ ইকোনোমিক ও ডিসিপ্লিনারি কমিটির ৭ জনকে নিয়ে নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করে স্প্যানিশ জায়ান্টরা। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ক্লাব পরিচালনা করবে তারা।

 

বিবৃতিতে জানানো হয়, নতুন এই কমিটির প্রধান দায়িত্ব হবে পরবর্তী ৩ মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করে নির্বাচিত বোর্ড মেম্বারদের হাতে দায়িত্ব অর্পন করা।

 

ক্লাবের আসন্ন নির্বাচনে সভাপতি পদে ভোটের জন্য এখন পর্যন্ত ৭ জন ইচ্ছা প্রকাশ করেছেন। এর মধ্যে আছেন ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করা হুয়ান লাপোর্তা।

 

এছাড়া বার্সার প্রেসিডেন্টের দৌড়ে আছেন ভিক্টর ফন্ট। তিনি নির্বাচিত হলে কিংবদন্তি জাভিকে ক্লাবের কোচ করে আনার অঙ্গীকার করেছেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর