ঢাকা, ০৬ জুলাই রোববার, ২০২৫ || ২১ আষাঢ় ১৪৩২
good-food
৪৬৪

বাসার লোকদের জন্য কোরবানি দিলেন মিম 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৫ ১ আগস্ট ২০২০  

বিদ্যা সিনহা মিমের জীবনেএবারের ঈদটা অন্যরকম হয়ে এলো।  নিজের বাসার কাজের লোক, ও বাসার দারোয়ান কেয়ার টেকারদের জন্য একটি ছাগল কোরবানি দিয়েছেন। 

বিষয়টি নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।  ফেসবুকে মিম  লিখেছেন, 'ত্যাগেই আনন্দ, ত্যাগেই সুখ। সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। আশা করি, বৈশ্বিক মহামারীর এই সময়ে সবাই নিরাপদে নিজ নিজ জায়গায় ঈদ উৎযাপন করবেন। আমিও আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে ছোট পরিসরে ঈদ পালন করবো।'

মানুষ মানুষের জন্য চিরপ্রচলিত গানের এই বাক্যটি লিখে মিম বলেন, 'ছোট বোনকে মিস করব। কিন্তু পাশে আছেন মা, বাবা আর প্রিয় ড্রাইভার ভাই এবং গৃহকর্মী। বাসার প্রিয় কর্মীদের উদ্দেশ্যে আমার ক্ষুদ্র আয়োজন । জীবনে প্রথমবার ওদের জন্য কিছু করতে পেরে সত্যি অন্যরকম আনন্দ লাগছে।  মানুষ মানুষের জন্য।  ঈদ মোবারক।'

 মিমের অসামান্য ত্যাগের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশংসা করেছেন। তারপরেও কেউ কেউ 'ধর্ম প্রসঙ্গ' সামনে এনে কটূ বাক্য লিখেছেন। অবশ্য মিমের ভক্তরা সেইসব কটূ বাক্য ব্যবহারকারীদের একহাত নিয়েছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর