ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৭১১

বাহামায় ডোরিয়ান তাণ্ডব, নিহত ৫, বহু ঘরবাড়ি বিধ্বস্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৭ ৩ সেপ্টেম্বর ২০১৯  

ভয়াবহ ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে ৫ জনের প্রাণহানি হয়েছে। পাঁচ মাত্রার ঝড়টি রোববার বাহামা দ্বীপপুঞ্জের এ্যাবাকোতে আঘাত হানে। এসময় বাতাসের গতিবেগ ছিল ২৯০ কিলোমিটার। 
বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস একে ঐতিহাসিক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, বাহামা পুলিশ এ্যাবাকোতে ৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেন। 
মিয়ামীভিত্তিক যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানায়, ঝড়টি মঙ্গলবার দুর্বল হয়ে ৩ মাত্রায় রূপ নিয়েছে। এখন ঘণ্টায় বাতাসের গতিবেগ ২০৫ কিলোমিটার। 
কেন্দ্র থেকে ডোরিয়ান গ্রান্ড বাহামা আইল্যান্ড অতিক্রম করছে বলে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ইতিমধ্যে এতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর