ঢাকা, ২৮ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

বিপিএল পিছিয়ে যাচ্ছে কেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০০ ২৮ নভেম্বর ২০২৫  

বর্তমান বোর্ডের অধীনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কম সময়ের প্রস্তুতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন। সেই আয়োজনে বারবার সমালোচনার শিকারও হয়েছে বোর্ড। নিলাম ও দিনক্ষণও পিছিয়েছে কয়েক দফায়। এবার চূড়ান্ত হওয়া দিনও পিছিয়ে যাচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর থেকে টুর্নামেন্টটির উদ্বোধন হওয়ার কথা থাকলেও সেটা যথা সময়ে হচ্ছে না।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো উদ্বোধনীর মাধ্যমে শুরু হবে বিপিএল। যার দিনক্ষণ চূড়ান্ত ছিল ১৭ ডিসেম্বর। তবে সেটা এখন পিছিয়ে হবে ২৪ ডিসেম্বর।

এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবার কথা ১৯ ডিসেম্বর। সেটাও শুরু হবে ২৬ ডিসেম্বর। মূলত দলগুলোকে নিজেদের ক্রিকেট সরঞ্জাম ও সঠিক প্রস্তুতির সুযোগ দেওয়ার জন্যই এই সময়টা বাড়ানো হয়েছে।

এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেছেন, “দলগুলোর ব্যাট–প্যাডসহ ক্রিকেটের অনেক সরঞ্জাম কেনার একটা ব্যাপার থাকে। এসবের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো যেন পর্যাপ্ত সময় পায়, সে জন্য আমরা এক সপ্তাহ বাড়তি সময় দিতে চেয়েছি।”

তবে নিলামের দিন পরিবর্তন হচ্ছে না। নির্ধারিত দিন ৩০ নভেম্বরই হচ্ছে নিলাম। নিলামের জন্য এরই মধ্যে প্রায় ৫০০’র মতো ক্রিকেটার নাম দিয়েছেন। যার মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে নিলামের তালিকায় তোলা হবে।

নিলামে ছয়টি দল নিজেদের পছন্দ মতো খেলোয়াড় কিনবেন, দল সাজাবেন। নিলামের আগে প্রতিটি দল সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। ৪ বিদেশি ক্রিকেটারের জন্য ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করতে পারবে দলগুলো।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর