ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৭৮৫

বিপিএল ম্যাচ শুরুর সময় পরিবর্তন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৬ ১০ জানুয়ারি ২০১৯  

প্রথম ম্যাচ শুরু হয় দুপুর সাড়ে ১২টায়। তখন কাজে ব্যস্ত থাকে মানুষ। ফলে মাঠে দর্শক দেখা যায় না। ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে  প্রথম ম্যাচ থেকেই দর্শকখরা। প্রতি ম্যাচে গড়ে ৩ হাজার দর্শক উপস্থিত হয়। বিষয়টি চিন্তায় ফেলেছিল বিপিএল গভর্নিং কাউন্সিলকে। সার্বিক বিবেচনায় পাল্টে গেলো ম্যাচের সময়।

ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পেছানো হয়েছে। পরিবর্তীত সময় অনুযায়ী, বেলা দেড়টায় শুরু হবে প্রথম ম্যাচ। আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৫টার বদলে শুরু হবে সাড়ে ৬টায়। শনিবার থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দুপুরের ম্যাচ ২টায় ও সন্ধ্যার ম্যাচ ৭টায় আরম্ভ হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার থেকে দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা থেকে। আর বিকালের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। দিনের প্রথম ম্যাচের প্রথম ইনিংস দেড়টায় শুরু হয়ে শেষ হবে ৩টায়। দ্বিতীয় ইনিংস শুরু হবে ২০ মিনিট বিরতি দিয়ে। অর্থাৎ ৩ টা ২০ মিনিটে শুরু হয়ে শেষ হবে পৌনে ৫ টায়।

দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংস শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শেষ হবে ৮টায়। ২০ মিনিট বিরতি দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু হবে ৮টা ২০ মিনিটে। শেষ হওয়ার সম্ভাব্য সময় পৌনে ১০টা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর