ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৩২৪

বুবলীর চিকিৎসা দরকার : অপু বিশ্বাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:০১ ২৮ এপ্রিল ২০২৪  

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে তার দুই প্রাক্তন স্ত্রীর লড়াইটা চলছেই। অপু বিশ্বাসের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে বছরখানেক আগেই। বুবলীর সঙ্গেও এখন আর এক ছাদের নিচে থাকছেন না শাকিব। নায়কের দাবি, এই নায়িকার সঙ্গেও কোনো সম্পর্ক নেই তার।  তবুও সম্প্রতি সময়ে বুবলী দাবি করেছেন, আইনগতভাবে এখনও শাকিব খানের বৈধ স্ত্রী তিনি। এমনকি তাদের বিচ্ছেদও এখন পর্যন্ত হয়নি। সন্তানের জন্য দুজনের যোগাযোগ হয়, একসঙ্গে সময় কাটানো হয়। 

 

বিষয়গুলো নিয়ে আবার কথা বলেছেন শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। যার সঙ্গে নায়কের বর্তমান সম্পর্ক বেশ ভালো। প্রায়শই শাকিবের বাসায় সন্তানকে নিয়ে সময় কাটান অপু। এরই রেশ ধরে বুবলী-শাকিব প্রসঙ্গেও কথা বলতে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীর নানা মন্তব্যের জবাবে অপু বিশ্বাস বলেছেন, ‘আমি একজন নারী হিসেবে বলব, উনি যথার্থ সম্মানীয় মানুষ। প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন। তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। আর যদি এটাই সে মনে করে, তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার।’

 

 

 

 

অপুর ভাষায়, ‘শাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি, আবেগে আপ্লুত হচ্ছি। আমি কী বলব, বুঝতে পারছি না। তবে উনি যে শাকিবের একের পর এক হাঁড়ির খবর দিচ্ছেন, কিন্তু আমি কোনো হাঁড়ি খুঁজে পাচ্ছি না। কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে। এ ব্যাপারে আর কি-ই বা বলব। ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত।’ নাম প্রকাশ না করে বুবলীকে ইঙ্গিত করে অপু আরও বলেন, ‘এখন আমরা একটা জায়গায় চলে এসেছি। আমাদের কথাবার্তা যেন যথাযথ হয়, খেয়াল রাখতে হবে। এখন এসব কথা হাস্যকর মনে হয়। অতি ভক্তি চোরের লক্ষণ। আমি মনে করি, তার সুস্থ থাকা দরকার।’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর