ঢাকা, ০৩ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে কোহলির ‘৫৩’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৪ ৩ ডিসেম্বর ২০২৫  

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন রুতুরাজ গাইকোয়াড়। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। 


আর গাইকোয়াড়ের পর সেঞ্চুরি উদযাপন করেন বিরাট কোহলিও। সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে এ নিয়ে টানা দ্বিতীয় সেঞ্চুরি পেলেন এই ডানহাতি ব্যাটার। 


ওয়ানডে ক্যারিয়ারে কোহলির এটি সর্বোচ্চ ৫৩তম সেঞ্চুরি। আর আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৪তম । সর্বোচ্চ ১০০ সেঞ্চুরি নিয়ে কোহলির ওপরে আছেন শুধু ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকার।


গাইকোয়াড় ও কোহলির সেঞ্চুরিতে এরই মধ্যে বড় সংগ্রহ পেয়েছে ভারত। ৩৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ২৭৬ রান। ব্যাটিংয়ে আছেন কোহলি (১০১) ও অধিনায়ক-উইকেটরক্ষক লোকেশ রাহুল (১৪)।


তৃতীয় উইকেটে কোহলি ও গাইকোয়াড় ১৫৬ বলে করেন ১৯৫ রানের জুটি। সেই জুটি ভাঙেন মার্কো ইয়ানসেন। ৮৩ বলে ১০৫ রান করে এই প্রোটিয়া পেসারের দ্বিতীয় শিকার হন গাইকোয়াড়। 


এর আগে রায়পুরে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লেতে দুই উইকেট হারায় ভারত। দুই ওপেনার যশস্বী জয়সোয়াল (২২) ও রোহিত শর্মা (১৪) বিদায় নেওয়ার পর জুটি গড়েন কোহলি ও গায়কোয়াড়।


৯০ বলে সেঞ্চুরি উদযাপন করেন কোহলি। ইয়ানসেনের করা ৩৮তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের রানের ঘর ছুঁয়ে ফেলেন তিনি। 


তার আগে সাউথ আফ্রিকার আরেক পেসার করবিন বোশের করা ৩৪তম ওভারের চতুর্থ বলে চার মেরে সেঞ্চুরি করেন গাইকোয়াড়। ৭৭ বলে তিন অঙ্কের রান স্পর্শ করেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর