ঢাকা, ২৫ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১০ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
২৬

ব্রুনাইয়ের জালে দুই হালি গোল বাংলাদেশ যুবাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৪ ২৪ নভেম্বর ২০২৫  

এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামের জালে দুই হালি গোল করলো লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ ম্যাচটি জিতেছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করেছে তারা। আর ১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে স্বাগতিক চীন। সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান শ্রীলঙ্কার।

চীনের ইয়ং চুহান স্পোর্টিং সেন্টারে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। সেই সুবাদে ম্যাচের ১৩ মিনিটেই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে প্রথম গোলটি করেন অপু। ২৩ মিনিটে রিফাত কাজীর দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ হয়।

প্রথমার্ধে আসে আরও দুটি গোল। ৩৬ মিনিটে রেদুয়ানের দেওয়া পাস থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন শান্ত। দুই মিনিট পর দূরপাল্লার এক দুর্দান্ত শটে এক হালি গোল পূর্ণ করেন মানিক। প্রথমার্ধ শেষ হয় ৪-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই নিজের দ্বিতীয় গোলটি করেন অপু। এদিকে ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রিফাত কাজী। ফলে ব্যবধান দাঁড়ায় ৬-০ তে। দুই মিনিট পর আরও একটি গোল করেন আরিফ। আর ৭৯ মিনিটের খেলায় বায়েজিদ গোলের মাধ্যমে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের।

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের মূলপর্বে খেলতে হলে বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে। এক্ষেত্রে বাংলাদেশের সামনে রয়েছে আরও তিনটি ম্যাচ। প্রতিটি ম্যাচে জয় পেলেই মূলপর্বে জায়গা পাবেন রিফাত কাজীরা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর