ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৯৫৯

অক্ষয়কে জানালেন গোপন কথা

মমতার অনেক মায়া মোদীর প্রতি !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:১৩ ২৪ এপ্রিল ২০১৯  

কার্যত ৩৬৫ দিনই রাজনীতি। দেশ থেকে বিদেশ, সবই দক্ষ হাতে সামলান। কিন্তু বিরোধী?এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, বিরোধীদের মধ্যেও তাঁর অনেক বন্ধু রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী এখনও তাঁর জন্য ‘মিষ্টি পাঠান’, ‘কুর্তা পছন্দ করে কেনেন’, অক্ষয়কে বললেন  মোদী।
রাজনীতির ময়দানে যুযুধান দুই প্রতিপক্ষ বিজেপি-তৃণমূল। আর এখন ভরা ভোটের মরসুম। মোদী-মমতার কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। এ রাজ্যে ভোট প্রচারে এসে মোদী যেমন মমতাকে তীব্র আক্রমণ করছেন, তেমনই মমতাও পাল্টা কটাক্ষ, আক্রমণ শানিয়ে যাচ্ছেন। এমনই উত্তপ্ত রাজনৈতিক বাতাবরণের মধ্যেই মোদী বললেন, ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বন্ধু।
অক্ষয় কুমারের প্রশ্ন ছিল, ‘বিরোধীদের মধ্যে আপনার কোনও বন্ধু আছে?’মোদীর জবাবে প্রথমেই উঠে এসেছে মমতার নাম।
তিনি বলেন, ‘আপনারা শুনে আশ্চর্য হবেন এবং ভোটের মরসুমে এটা বলা আমার উচিত নয়। কিন্তু মমতা দিদি আমার জন্য প্রতি বছর উপহার পাঠান। একটি বা দু’টি কুর্তা পাঠান এবং সেটা উনি নিজে পছন্দ করেন।’
বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে মোদীর এই সাক্ষাৎকারকে ‘অরাজনৈতিক’ বলা হলেও মোদীর এই মন্তব্যে ভোট পরবর্তী রাজনৈতিক সমীকরণের দরজা খুলে রাখার ইঙ্গিত পাচ্ছেন পর্যবেক্ষকরা।
তবে এর পাশাপাশি মোদীর  ব্যক্তিগত জীবনের অনেক কথাই উঠে এসেছে সাক্ষাৎকারে। কখনও প্রধানমন্ত্রী হবেন, সেটা কোনওদিনই ভাবেননি, জানিয়েছেন মোদী। সোশ্যাল মিডিয়ার মিম, সমালোচনাকে যে তিনি ইতিবাচকভাবেই নেন, এবং তার মধ্যে ক্রিয়েটিভিটি দেখেন বলেও জানিয়েছেন।
২৪ ঘণ্টায় মাত্র তিন-চার ঘণ্টা ঘুমের কথা বলতে গিয়ে টেনে এনেছেন বারাক ওবামার কথা। তিনি নাকি দেখা হলেই মোদীকে ঘুম বাড়ানোর পরামর্শ দেন। আনন্দবাজার।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর