ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৩৮৩

মাশরাফিকে পেতে চায় রাজশাহীও

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৩ ৫ ডিসেম্বর ২০২০  

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফি বিন মর্তুজাকে দলে ভেড়াতে ফরচুন বরিশাল এবং জেমকন খুলনার পর এবার দৌঁড়ে শামিল হলো মিনিস্টার গ্রুপ রাজশাহী। করোনা ও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হওয়ার পর টুর্নামেন্টে খেলতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তিনি।

 

রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার বলেন, মাশরাফিকে পাওয়ার বিষয়ে বিসিবি থেকে এখনো কোনও দিক নির্দেশনা আমরা পাইনি। তাকে পেতে প্রক্রিয়া হিসেবে আমরা বোর্ডে আবেদন করেছি। বাকিটুকু বিসিবির কাছে।

 

টুর্নামেন্টের জন্য ফিট হতে ১০ কেজি ওজন কমিয়েছেন মাশরাফি। গেল মার্চে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে হওয়া ওই ওয়ানডে সিরিজ দিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নড়াইল এক্সপ্রেস। তবে ক্রিকেট খেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন ম্যাশ।

 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আসর শুরু হওয়ার সময় বিসিবি জানিয়েছিল, একাধিক দল যদি কোনও নির্দিষ্ট খেলোয়াড়কে চায়, তবে তা লটারির মাধ্যমে চূড়ান্ত হবে। বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, টুর্নামেন্টে খেলতে হলে আগে মাশরাফিকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। সে অনুশীলন শুরু করেছে। তবে খেলতে হলে, তাকে আগে ফিট দেখাতে হবে।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর