ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৯৩৬

যেমন হতে পারে আজকের উইকেট?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৭ ২০ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আজ  মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর টি-টোয়েন্টিতে কেমন উইকেট পেতে পারে বাংলাদেশ? ওয়েস্ট ইন্ডিজের পেসারদের গতি-বাউন্সের সঙ্গে লড়াই তো আছেই, আজ আরেকটি চ্যালেঞ্জও থাকবে বাংলাদেশের সমানে তা হচ্ছে,
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট। এই স্টেডিয়ামের উইকেট বাংলাদেশের খেলোয়াড়দের কাছে এমনই, ‘চেনা চেনা লাগে তবুও অচেনা...!’ মিরপুরের উইকেট নিয়ে দলের কারও কাছে কিছু জানতে চাইলে একটা অভিন্ন উত্তর মেলে, ‘আনপ্রেডিক্টেবল’। নিজেদের উঠানে খেলা, অথচ নিজেরাই জানিনা, উইকেটের চরিত্র কেমন হবে!

 


আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর টি-টোয়েন্টিতে কেমন উইকেট পেতে যাচ্ছে বাংলাদেশ? প্রশ্নটা বাংলাদেশ ক্রিকেট দলের যাকেই করা হয়, তিনিই বলেন মিরপুরের উইকেট সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা সব সময়ই কঠিন। এর কারণও আছে। মিরপুরের উইকেট বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আচরণ শুরু করে। তাই আগে থেকে বলা খুবই কঠিন হবে।কারণ, অনেক সময় দেখা যায় যে দলের পক্ষ থেকে যে উইকেট চাওয়া হয়, তৈরি হয়েছে তার ঠিক উল্টো। তবে সৌম্য সরকারের আশা, ভালো উইকেটই পাবেন তাঁরা, তিনি বলেন, ‘এই মাঠ তো বিশ্রাম পেয়েছে। একই মাঠে টানা খেলা হলে হয়তো মাঠকর্মীরা সময় কম পেত। এখানে তো সময় পেয়েছে উইকেট তৈরি করতে। আমার কাছে মনে হয় না উইকেট নিয়ে সমস্যা হবে।’ 

 

সিলেটের উইকেট যথেষ্ট ভালো ছিল। সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেট ছুড়ে দিয়ে না আসলে প্রথম টি-টোয়েন্টিতে ১৮০-২০০ রান হওয়াটা কঠিন ছিল না। তবে  মিরপুরের উইকেট তেমনটা হবে কি না, সেটি বলা না গেলেও ওয়েস্ট ইন্ডিজ পেসারদের গতি-বাউন্সের সঙ্গে লড়াই তো আছেই, আজ আরেকটি চ্যালেঞ্জও থাকবে বাংলাদেশের সমানে। গত কদিনের নিম্নচাপের প্রভাবে হঠাৎ নামা ঠান্ডাও যে এক প্রতিপক্ষ হতে চলেছে। এটি নিয়ে চিন্তা এ কারণেই যে এমন আবহাওয়ায় আরও বেশি ভয়ংকর হয়ে উঠতে পারেন উইন্ডিজ পেসাররা। সেই চ্যালেঞ্জ কীভাবে সামলানোর কথা ভাবছে বাংলাদেশ? সেটাই আজ দেখার বিষয়।  বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার বলছেন, ‘এমন আবহাওয়ায় পেস বোলাররা একটু কার্যকর থাকে। আমাদের ওভাবে সামলাতে হবে। শুরুতে আমাদের কিছু ওভার দেখতে হবে। আবার টি-টোয়েন্টির মেজাজ বুঝেও খেলতে হবে। গতকাল আমাদের অনুশীলনও হয়েছে একই আবহাওয়ায়। মানসিকভাবে প্রস্তুত হতে হবে জেতার জন্য।’

 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর