ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৭৭৬

রামোসের সেঞ্চুরির দিনে বছরের প্রথম জয় পেল রিয়াল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩২ ১০ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


 
 
আরফান মির্জা,ক্রীড়া প্রতিবেদক : ২০১৯ সালের শুরুটা কিন্তু মোটেও ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। ভিয়ারিয়ালের সঙ্গে ম‍্যাচ ড্র করার পর রিয়াল সোসিয়েদাদের কাছেও হার মেনেছে রিয়াল মাদ্রিদ । যার ফলাফল, লিগ টেবিলের পাঁচে নেমে যাওয়া। এই অবনমনের জন্য মাদ্রিদ কোচ সান্তিয়াগো সোলারির মুণ্ডুপাতও শুরু করেছিলেন রিয়াল ভক্তরা। তবে সোলারি আপাতত বোধ হয় কিছুটা চাপমুক্ত থাকবেন।  কারণ গতকালকাল রাতে স্প্যানিশ কোপা ডেল-রে তে শেষ ষোলোর ম‍্যাচের প্রথম লেগে লেগানেসকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। চলতি বছরে যা প্রথম জয় রিয়াল মাদ্রিদের।

 

দলীয় অধিনায়ক, সার্জিও রামোস, কাসেমিরো, করিম বেনজেমা ও লুকাস ভাসকেজদের নিয়ে শক্তিশালী একাদশই মাঠে নামিয়েছিলেন সোলারি। কিন্তু ম‍্যাচের সব আলো কেড়ে নিয়েছে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সতীর্থ লুকাস ভাসকেজকে দিয়ে গোল করানোর পাশাপাশি ব্রাজিলিয়ান এই তারকা নিজেও একটি গোল করেন। এবং রিয়ালের বাকি গোলটি এসেছে পেনাল্টি থেকে ।   পেনাল্টি থেকে গোল করেন সার্জিও রামোস। ম‍্যাচের ৪৪ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার আলভারো ওদ্রিওজোলা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে ক্যারিয়ারের শততম গোলটি তুলে নেন রামোস। রিয়ালের জার্সিতে ৮০, সেভিয়ার হয়ে ৩ আর স্পেন জাতীয় দলের হয়ে ১৭ গোল করেছেন এই ডিফেন্ডার।
রামোস শততম গোল পেলেও এ ম্যাচে রিয়াল কোচ সোলারির মন জিতেছেন ভিনিসিয়ুস। গত বছরের জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়া এই ফরোয়ার্ড লা লিগায় রিয়াল মাদ্রিদের মূল একাদশের হয়ে মাত্র একবারই মাঠে নেমেছেন। ৬৮ মিনিটে ভাসকেজকে দিয়ে গোল করানোর পর ৭৭ মিনিটে দুর্দান্ত ভলিতে ম্যাচের শেষ গোলটি করেন ভিনিসিয়ুস। ম্যাচ শেষে শিষ্যের প্রশংসা করে রিয়াল কোচ সোলারি বলেন, ‘আধুনিক ফুটবলে প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ, ভিনিসিয়াস তা ভালোই করতে পারে, তাছাড়া সে বেশ সাহসীও। ভিনিসিয়াস আজ বড় ছাপ ফেলেছে খেলায়।’ 

 

কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদ ফিরতি লেগ খেলবে আগামী বুধবার লেগানেসের ঘরের মাঠে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর