ঢাকা, ২৭ আগস্ট বুধবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৩২০

রেকর্ড ১১০০ কোটি আয় করলো ‘জাওয়ান’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০১ ৮ অক্টোবর ২০২৩  

চলতি বছর মুক্তি পায় বলিউড বাদশা শাহরুখ খানের দ্বিতীয় সিনেমা ‘জাওয়ান’।  ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পাওয়া এ সিনেমাটি প্রথম দিন থেকেই বক্স অফিস দাপিয়ে বেড়িয়ে একের পর এক রেকর্ড ভেঙেছে।

 

এবার নতুন রেকর্ড সৃষ্টি করেছে শাহরুখের এ সিনেমা। মুক্তির ৩০ দিনে বিশ্বের বাজারে ১১০০ কোটি রুপির ক্লাব পার করেছে সিনেমা। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে চৌদ্দ কোটি টাকারও বেশি।


জানা গেছে, এই প্রথম কোনো ভারতীয় সিনেমা বিশ্বের বক্স অফিসে ১১০০ কোটি রুপির ঘর অতিক্রম করল। এখন পর্যন্ত সিনেমাটি ১১০৩.২৭ কোটি রুপির ব্যবসা করেছে। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় এখন ৬১৯.২২ কোটি রুপি যার মধ্যে ৫৬০.০৩ কোটি রুপি শুধুমাত্র হিন্দি সংস্করণ থেকেই এসেছে।

 

বিশ্ব বাজারে এখনো দাপট অব্যাহত রেখেছে সিনেমাটি। এটি সম্প্রতি মধ্যপ্রাচ্যে ১৬ মিলিয়ন অতিক্রমকারী প্রথম ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে এবং সংযুক্ত আরব আমিরাতের ১ নম্বর ভারতীয় চলচ্চিত্র হিসাবে জায়গা করে নিয়েছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর