ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৮০২

র‌্যাংকিংয়ে চার কদম এগোলো বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৬ ৪ এপ্রিল ২০১৯  

বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) র‌্যাংকিংয়ে বাংলাদেশের চার ধাপ উন্নতি হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে ১৮৮তম স্থানে অবস্থান করছে জেমি ডের শিষ্যরা।

আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৯২তম। গেল মাসে ফিফা প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারান লাল সবুজ জার্সিধারীরা। এর সুবাদে চার ধাপ এগিয়ে ১৮৮তম স্থানে উঠে এসেছেন তারা।

এ জয়ে চার ধাপ উন্নতির পাশাপাশি মুল্যাবান দুই পয়েন্টও অর্জন করে বাংলাদেশ। দলের রেটিং পয়েন্ট এখন ৯০৯।

ফিফার পাশাপাশি এএফসি র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। ৪২তম স্থান থেকে ৪১তম অবস্থানে উঠে এসেছেন জামাল ভুঁইয়ারা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর