ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
২৪০

লাইফ সাপোর্টে সংগীতশিল্পী আবিদুর রেজা জুয়েল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০২ ২৬ জুলাই ২০২৪  

জনপ্রিয় সংগীতশিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল ১১ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। এখন তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে আছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন জুয়েলের স্ত্রী সংগীতা আহমেদ। তিনি জানান, গত বছরের অক্টোবর থেকে তাকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল। এর মধ্যে সম্প্রতি তাকে  হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের কাছে জুয়েলের জন্য দোয়া প্রার্থনাও করেছে তার পরিবার। জুয়েলের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১১ সালে তার লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও ক্যানসার সংক্রমিত হয়।

 তখন থেকে দেশে  দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসাসেবা চলছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর