ঢাকা, ৩০ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৫ || ১৪ কার্তিক ১৪৩২
good-food
২৪

শাকিব নাকি দেব, কে বেশি মুডি? জানালেন ইধিকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩১ ২৯ অক্টোবর ২০২৫  

ঢালিউড কিং শাকিব খানের হাত ধরেই সিনেমায় অভিষেক ঘটে ওপার বাংলার ইধিকা পালের। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের পাশাপাশি ইধিকার অভিনয় দারুণ প্রশংসা কুড়ায়। এরপর ‘বরবাদ’ সিনেমাতেও এ জুটি একসঙ্গে অভিনয় করেন। গুঞ্জন রয়েছে কিং খানের পরবর্তী ‘প্রিন্স’ সিনেমাতেও এ নায়িকাকে দেখা যাবে। শাকিবের বাইরে ইধিকা কলকাতার দেবের সঙ্গেও জুটি বাঁধেন।

বর্তমানে দুই বাংলাতেই ইধিকা বেশ জনপ্রিয় নায়িকার তালিকায় আছেন। দুই দেশের দুই সুপারস্টারের সঙ্গে কাজ করার সুবাধে তার ফ্যান ফালোয়ারের সংখ্যাও অনেকের চেয়ে এগিয়ে আছে। এদিকে ইধিকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ওপার বাংলা একটি গণমাধ্যম তার কাছে জানতে চায় শাকিব নাকি দেব কে বেশি মুডি?

 

প্রশ্ন শুনে ইধিকা প্রথমে একটু থমকে যান, একইসঙ্গে জানান এটা বলা কঠিন। আমার সঙ্গে দুজনের কেউ ডিফরেন্ট ডিফরেন্ট মুড দেখায়নি। পরবর্তীতে বলেন, ‘‘দুজনেই একটু মুডি। তবে শাকিব খানকে দেখেছি শর্টের বাইরে চুপচাপ থাকেন। অন্যদিকে দেব দা ফ্লোরে কী হচ্ছে, কী হচ্ছে না, কে কী করছে এসব নিয়েই বেশি থাকেন।’’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর