ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৯১৭

শ্রীলঙ্কায় আইএস আস্তানায় অভিযান, ৬ শিশুসহ নিহত ১৫

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫১ ২৭ এপ্রিল ২০১৯  

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে আইএস এর আস্তানায় সন্দেহভাজনদের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলির পর ছয় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার রাতে কালমুনাই শহরে উগ্রবাদী ইসলামপন্থীদের গোপন আস্তানা সন্দেহে একটি বাড়িতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানের সময়ে এই ঘটনা ঘটে।

২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো তার আশপাশের তিনটি গির্জা তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) লঙ্কান সরকার এই হামলায় নিহতের সংখ্যা ২৫৩ বলে নিশ্চিত করে। ভয়াবহ এই সিরিজ বোমা হামলার পর সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি জোরালো করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী কলম্বো থেকে ৩৭০ কিলোমিটার পূর্বাঞ্চলীয় শহর কালমুনাইয়ের একটি এলাকায় ইস্টার সানডে সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে যৌথ তল্লাশি অভিযান শুরু করে পুলিশ সেনাবাহিনী।


সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন,সেনা সদস্যদের সহায়তায় পুলিশের চালানো অভিযানে বন্দুকধারীদের সঙ্গে প্রায় এক ঘণ্টা গুলিবিনিময়ের পর শনিবার ভোরে বাড়ির অভ্যন্তরে তল্লাশি অভিযানের সময়ে এসব মৃতদেহ পাওয়া যায়।

সেনা মুখপাত্র সুমিত আতাপাত্তু জানিয়েছেন, রাতের অন্ধকারে ওই বাড়িতে সেনা সদস্যরা প্রবেশের চেষ্টা করলে বন্দুকধারীরা গুলি ছোঁড়ে। পরে সেনা সদস্যরাও পাল্টা গুলি বর্ষণ করে।

দেশটির টেলিভিশনে পুলিশের প্রচারিত ভিডিওতে আইএসের পোশাক পতাকা দেখিয়ে ওই বাড়ি থেকে এসব উদ্ধারের কথা জানানো হয়েছে। এছাড়াও ওই বাড়ি থেকে ১৫০ স্টিক বিস্ফোরক এবং বোমা তৈরির সরঞ্জাম হিসেবে এক লাখ বল বিয়ারিং উদ্ধারের কথা জানানো হয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর