ঢাকা, ০৪ জুলাই শুক্রবার, ২০২৫ || ১৯ আষাঢ় ১৪৩২
good-food
৪৪৮

সনু নিগম গাইবেন গাজীপুরে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৪ ২৪ জানুয়ারি ২০২০  

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম শুক্রবার গাজীপুরে গাইবেন। কনসার্টে অংশ নেয়ার উদ্দেশ্যে গতকাল থেকেই ঢাকায় অবস্থান করছেন তিনি। আয়োজক জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন (জেডএইএফ) বিষয়টি নিশ্চিত করেছে।
সনু নিগম ছাড়াও এ আয়োজনে অংশ নেবেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী, মেহজাবীন চৌধুরী, সেরা নাচিয়ে মিম চৌধুরী, সিনথিয়া ও লাবণ্য। নৃত্যের মাধ্যমে এ শিল্পীরা তুলে ধরবেন বাংলার ষড়ঋতু এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া বিষয়ক দৃশ্যাবলী।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে জেডএইএফ। প্রতিষ্ঠানটি পরিচালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেন, প্রতিবছরই আমি এ ফাউন্ডেশনের মাধ্যমে গাজীপুরের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করি। অনুষ্ঠান শেষে অতিথি ও উপস্থিত জনসাধারণের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর