ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৮২৩

সব অপরাধ স্বীকার করলেন রোনালদো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৮ ২৩ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

 
রিয়াল মাদ্রিদে থাকাকালীন সময়ে তৈরি হওয়া কর ঝামেলায়, স্পেনের কর সম্পর্কিত কর্তৃপক্ষের সঙ্গে আগেই সমঝোতায় পৌঁছেছিলেন রোনালদো। বর্তমানে এরই আনুষ্ঠানিকতা সারতে মঙ্গলবার মাদ্রিদের একটি আদালতে হাজির হন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। 

রোনালদোর কারাগারে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাছাড়া স্পেনে সহিংস অপরাধ না করলে প্রথম অপরাধের ক্ষেত্রে দুই বছর বা এর নিচে সাজার ক্ষেত্রে সাধারণত কারাবাস হয় না।
প্রথমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেওয়ার এবং পরে গাড়িতে করে আদালত ভবনে ঢোকার অনুমতি চেয়েছিলেন রোনালদো। কিন্তু বিচারক তা প্রত্যাখান করলে বান্ধবীকে নিয়ে সরাসরিই আদালতে হাজির হন গত বছর জুলাইয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়া পর্তুগাল অধিনায়ক। 

রোনালদো আগেই সমঝোতায় পৌঁছানোর ফলে আদালতে অল্প সময়ের মধ্যেই সব  আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। পরে সাংবাদিকদের কাছে রোনালদো বলেন যে, "সবকিছুই ঠিক আছে।" 

২০১৭ সালে রোনালদোর বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত মোট ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার ওই বছরের জুলাইয়ে মাদ্রিদের একটি আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন।
২০১৭ সালে বার্সেলোনা তারকা লিওনেল মেসিকেও কর ফাঁকির দায়ে জরিমানা ও ২১ মাসের কারাদণ্ড দিয়েছিল স্পেনের একটি আদালত। 


 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর