ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৫৬০

সাঈদ খোকনের এপিএসকে দুদকে তলব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৩ ১৪ জানুয়ারি ২০২০  

ক্যাসিনো কারবারে সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ কুদ্দসকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার তাকে তলবি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠান দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
২১ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। 
এদিকে একই অভিযোগে সংশ্লিষ্টতার অভিযোগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেকের সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান সেখকে তলব করেছে দুদক।
মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. সামছুল আলম তলব করে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়, তাঁর বিরুদ্ধে বিদেশে প্রশিক্ষণের নামে অর্থ লোপাট এবং বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়াসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। এ বিষয়ে বক্তব্য দিতে ২০ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে হাজির হতে বলা হয়েছে।