ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৫৩০

সাকিবকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৫ ১৭ নভেম্বর ২০২০  

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে  গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে দক্ষিণ সুনামগঞ্জের রানসি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট 'Mohsin Talukdar' থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন মহসিন। সে সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

 

গেল সপ্তাহে কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাকিব। এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এরই মধ্যে বিক্ষুব্ধ হয়ে সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি দেন মহসিন। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সে। দেশসেরা ক্রিকেটারকে প্রেস কনফারেন্স করে ক্ষমা চাওয়ার পরামর্শও দেয়। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর