ঢাকা, ২১ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ৭ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

সাকিবের পাশে তাইজুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০০ ২১ নভেম্বর ২০২৫  

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের স্পিন বিভাগের অন্যতম নাম তাইজুল ইসলাম। বছরের পর বছর—টেস্টের একাধিক রেকর্ডও নিজের দখলে নিয়েছেন এই স্পিনার। এবার গড়লেন নতুন রেকর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে নিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসানের পাশে বসলেন তাইজুল।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে তাইজুলের ঘূর্ণিতে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। যাদের শেষ উইকেট ম্যাথু হ্যাম্প্রেসকে ফিরিয়ে রেকর্ডে নাম লিখে ফেলেন তাইজুল।

এতদিন টেস্টে সর্বোচ্চ ২৪৬টি উইকেট নিয়ে সবার উপরে ছিলেন সাকিব আল হাসান। আজ তাইজুল চারটি শিকার নিয়ে তিনিও হলেন ২৪৬ উইকেটের মালিক। 

তবে সাকিবের চেয়ে কম ম্যাচ ম্যাচে এই রেকর্ডের মালিক হয়েছেন তাইজুল। ২৪৬ উইকেট নিতে সাকিবের লেগেছে ৭১ ম্যাচ। অন্যদিকে মাত্র ৫৬ ম্যাচেই এই সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় নাম লিখিয়ে ফেললেন তাইজুল।

অবশ্য তাইজুলের সামনে এই টেস্টেই সুযোগ সাকিবকে ছাড়িয়ে যাওয়ার। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া তাইজুল দ্বিতীয় ইনিংসে আর একটি উইকেট নিলেই সাকিবকে ছাড়িয়ে সেরা উইকেটশিকারি হবেন তিনি।

বাঁহাতি এই স্পিনারের দিনে ২১১ রানের লিড পেয়েছে বাংলাদেশ। এই লিডকে সঙ্গী করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর