ঢাকা, ২৮ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ১৩ কার্তিক ১৪৩২
good-food
৯৫

সেকাল-একালের শাকিব খান, বললেন ১১ বছরের গল্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৯ ৩ সেপ্টেম্বর ২০২৫  

সোশ্যাল মিডিয়া ফেসবুকের ট্রেন্ড ‘দ্যান অ্যান্ড নাউ’-এ গা ভাসিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বুধবার (৩ সেপ্টেম্বর) সেখান থেকে ইনস্টাগ্রামে নিজের ১১ বছর আগের ‘লাভ আজকাল’ ছবির এবং সাম্প্রতিক একটি লুক পোস্ট করেছেন তিনি। যার ক্যাপশনে করেছেন অতীত, বর্তমানের স্মৃতিচারণ। 

 

শাকিব লিখেছেন, গত ১১ বছরে শেখা, উত্থান-পতনের প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।

 

গত ২৮ মে চলচ্চিত্র ক্যারিয়ারের ২৮ বছর পূর্ণ করেছেন শাকিব। দীর্ঘ এই পথচলায় রয়েছে উত্থান পতন। সেসব উল্লেখ করে তিনি লেখেন, প্রতিটি ব্যর্থতা আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে। প্রতিটি পতন আমার দৃঢ়তাকে রূপ দিয়েছে। প্রতিটি জয় আমাকে মাটির কাছাকাছি থাকতে মনে করিয়ে দিয়েছে।

 

কিং খান আরও লেখেন, আমি নিশ্চিত ছিলাম না যে কোথায় যাচ্ছি। কিন্তু আমি কখনও হাঁটা থামাইনি। সময় আমাকে পরীক্ষা করেছে। লোকজন আমাকে সন্দেহ করেছিল। কিন্তু আমি বিকশিত হওয়াকে বেছে নিয়েছি। যাত্রাটি নিখুঁত ছিল না। এটি ছিল শক্তিশালী। আমি এখনও গল্পটি লিখে চলেছি... একের পর এক অধ্যায়।

 

শাকিবের ওই পোস্টে নানারকম মন্তব্য করেছেন ভক্ত-সমর্থকরা। কেউ জানিয়েছেন, শুভকামনা। অনেকে জানিয়েছেন, ভালোবাসা। কারও মতে, শাকিব খান ২.০!

 

বর্তমানে ঢালিউড কিংয়ের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। আগামী কিছুদিনের মধ্যে ‘সোলজার’ ছবির শুটিং শুরু করবেন তিনি। এরপর ঈদুল ফিতরের জন্য ‘প্রিন্স’ ফিল্মের শুটিংয়ে যোগ দেবেন ঢাকাই সিনে জগতের হালের সম্রাট।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর