ঢাকা, ১৮ অক্টোবর শনিবার, ২০২৫ || ৩ কার্তিক ১৪৩২
good-food
২০

সোনাক্ষীর রেকর্ড: ১৬ মাসের ‘অন্তঃসত্ত্বা’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫৭ ১৮ অক্টোবর ২০২৫  

বিয়ের পর থেকে সোনাক্ষী সিনহাকে সব থেকে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তিনি কি অন্তঃসত্ত্বা? সম্প্রতি গুঞ্জন ওঠে অভিনেত্রী মা হচ্ছেন। দিপাবলী পার্টিতে ঢিলেঢালা পোশাক পরার পর সেই জল্পনা ফের উসকে দিয়েছেন শত্রুঘ্নকন্যা। ওড়না দিয়ে নাকি ঘন ঘন স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন অভিনেত্রী!

 

শুধু তাই নয়, ছবিশিকারীদের সামনে স্বামী জাহিরকেও সোনাক্ষীর ‘স্ফীতোদরে’ হাত রাখতে দেখা যায়। আর তাতেই ‘দাবাং’ কন্যার মা হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। তবে এবার জল্পনা জিইয়ে না রেখে নিজেই মুখ খুললেন অভিনেত্রী।

 

সোনাক্ষীর মন্তব্য, ‘মনুষ্য ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! অতি বুদ্ধিমান মিডিয়ার দৌলতে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম।’

 

বুধবার রাতে রমেশ তৌরানির তারকাখচিত দিপাবলী পার্টিতে যোগ দিয়েছিলেন জাহির-সোনাক্ষী। অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের প্রবেশপথে ঢিলেঢালা আনারকলি পোশাকে সোনাক্ষী এগিয়ে যেতেই পিছন থেকে জাহির বলে ওঠেন, “দেখো, সামলে।”

 

স্বামীর কথায় প্রথমে কিছুটা হতবাক হলেও পরে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে এগিয়ে যান। ঠিক সেসময়েই ওড়নায় ঢাকা সোনাক্ষীর ‘স্ফিতোদরে’ হাত দিতে দেখা যায় জাহির ইকবালকে! স্বামীর এহেন কাণ্ড দেখে আর হাসি চেপে রাখতে পারেননি সোনাক্ষী।

 

পালটা জাহিরকে বলতে শোনা যায়, ‘আরে মজাই তো করছি!’ সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ছবিশিকারিরা। এরপর রসিকতার ছলে মা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন সোনাক্ষী সিনহা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর